হার্টবিট ডেস্ক
করোনায় আক্রান্ত হয়ে আজই রেকর্ড সংখ্যক মৃত্যু হয়েছে চট্টগ্রামে। তবুও হুঁশ নেই হাজারো মানুষের । তাই মাস্ক ছাড়া ঘোরাঘুরি বন্ধে নগরের মেহেদীবাগ, প্রবর্তক মোড়, ২ নম্বর গেইট, ষোলশহর ও বায়েজিদ বোস্তামী এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) ভ্রাম্যমাণ আদলত। এসময় মাস্ক না পরে ঘরের বাইরে বের হওয়ায় দশ পথচারীকে ৩ হাজার ৪শ টাকা জরিমানা করা হয়েছে।
রবিবার (১১ এপ্রিল) সকালে চসিকের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মারুফা বেগম নেলী ও স্পেশাল ম্যাজিষ্ট্রেট জাহানারা ফেরদৌসের নেতৃত্বে এই অভিযান চলে।
স্পেশাল ম্যাজিস্ট্রেট জাহানারা ফেরদৌস জানান, করোনার বিস্তার ঠেকাতে এ অভিযান অব্যহত থাকবে। তাছাড়া করোনার বিস্তার রোধে জনসাধারণকে মাস্ক পরাসহ স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য পথচারীদের সচেতন করা হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন সিটি কর্পোরেশনের সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা, কর্মচারীরা। তাছাড়া চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) ম্যাজিষ্ট্রেটকে সহায়তা করে।
Discussion about this post