গত মাসে জাপানের রাজধানী টোকিওর একটি হাসপাতালে চালানো পরীক্ষায় প্রায় ৭০ শতাংশ রোগীর দেহে করোনার নতুন ধরন শনাক্ত হয়েছে। এ ধরনটির নাম ‘ই৪৮৪ক’। বিজ্ঞানিরা একে ‘ইইক’ও বলেন। করোনার এ নতুন ধরন নিয়ে উদ্বিগ্ন জাপান। কারণ, করোনার রূপান্তরিত এ ধরনটি টিকার সুরক্ষা ক্ষমতা কমিয়ে দিচ্ছে বলে বিজ্ঞানিরা জানিয়েছেন। জাপানের সংবাদমাধ্যম এনইচকের বরাতে গত রবিবার এ তথ্য জানানো হয়েছে।
গত মার্চে টোকিও মেডিকেল এবং ডেন্টাল ইউনিভার্সিটি মেডিকেল হাসপাতালে করোনা পজিটিভ ১৪ জনের মধ্যে ১০ জনের দেহে এই ধরনটি পাওয়া যায়। এনএইচকের প্রতিবেদনে বলা হয়েছে, মার্চ পর্যন্ত দুই মাসে ৩৬ জন করোনা রোগীর মধ্যে ১২ জনের শরীরে রূপান্তরিত এই ধরনটি শনাক্ত হয়। তাদের কেউই সম্প্রতি বিদেশ ভ্রমণ করেননি অথবা যারা বিদেশ ভ্রমণ করেছেন তাদের সংস্পর্শেও আসেননি।
আগামী জুলাই মাসে গ্রীষ্মকালীন অলিম্পিক আয়োজনের আগে করোনা সংক্রমণের নতুন ঢেউ শুরু হওয়ায় চিন্তিত জাপান। সাধারণ জনগণের মাঝে ব্যাপক পরিসরে টিকাদান শুরু না হওয়ায় রূপান্তরিত ধরনটির বিস্তার নিয়ে বিশেষ উদ্বেগ প্রকাশ করেছেন দেশটির স্বাস্থ্য বিশেষজ্ঞরা।
সূত্র: রয়টার্স।
Discussion about this post