হার্টবিট ডেস্ক
করোনায় স্থগিত হয়ে যাওয়া নভেম্বর ২০২০ এর নতুন সিলেবাস ও জানুয়ারি ২০২১ পুরাতন সিলেবাসের এমবিবিএস ফাইনাল প্রফেশনাল পরীক্ষার বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সিদ্ধান্ত আসছে আগামী ১১ এপ্রিল। ওই দিন ঢাবি অধিভুক্ত মেডিকেল কলেজগুলোর অধ্যক্ষদের মিটিংয়ে প্রফ পরীক্ষার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) মেডিসিন অনুষদের ডিন ও পরীক্ষা নিয়ন্ত্রণ কমিটির চেয়ারম্যান অধ্যাপক ডা. শাহরিয়ার নবী আজ বৃহস্পতিবার (৮ এপ্রিল) দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘ঈদের আগে ফাইনাল প্রফ পরীক্ষা আয়োজনের বিষয়ে চেষ্টা চলছে। তবে এখনো পর্যন্ত কোনো সিদ্ধান্তে আসতে পারিনি। আগামী রোববার (১১ এপ্রিল) আমাদের অধ্যক্ষদের সঙ্গে একটি মিটিং আছে। সেখানে হয় তো একটি সিদ্ধান্ত আসতে পারে।’
ডা. শাহরিয়ার নবী বলেন, ‘করোনা বেড়েছে, তবে এতে উদ্বিগ্ন হওয়ার কিছু নাই। যারা পাস করবে তারা তো করোনাতেই দায়িত্ব পালন করবে। সুতরাং করোনা বাড়া-কমায় কোনো ভ্রুক্ষেপ নেই। কারণ করোনাতে আমার ঘরে বসে থাকার কোনো সুযোগ নেই।
তবে লকডাউনে পরীক্ষা নেওয়ায় বিপত্তির আশঙ্কা করে তিনি বলেন, ‘ভাবছি, পরীক্ষা যে নেবো—লকডাউনে ভাইভা নিতে গিয়ে কিছু কিছু জায়গায় সমস্যার মুখোমুখি হচ্ছি। কেন্দ্রে যেতে গিয়ে পরীক্ষকদের বেশ ঝামেলায় পড়তে হচ্ছে। রাস্তা-ঘাটে পুলিশ তাদের থামিয়ে দিচ্ছে। সব কিছু স্বাভাবিক থাকলেও সকাল বেলায় দেখা যায় পুলিশের তৎপরতা বেড়ে গেছে। তারপরও আমার পরীক্ষকরা অনেক কষ্ট করে, কাগজপত্র দেখিয়ে কেন্দ্রে যাচ্ছে। এ কারণেই মিটিং করে দেখবো, কি মতামত আসে।’
করোনার সংক্রমণ বেড়ে যাওয়ায় গত ৩ মার্চ এমবিবিএস ফাইনাল প্রফেশনাল পরীক্ষা দ্বিতীয় দফায় স্থগিত করে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি)।
ঢাবির চিকিৎসা অনুষদের ডিন ডা. শাহরিয়ার নবী স্বাক্ষরিত এ সংক্রান্ত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সকল মেডিকেল কলেজের ৪ এপ্রিল-২০২১ থেকে অনুষ্ঠিতব্য ফাইনাল পেশাগত এমবিবিএস নভেম্বর-২০২০ এবং জানুয়ারি ২০২১ পরীক্ষা কোভিড-১৯ সংক্রমণ বৃদ্ধি পাওয়ার কারণে পরীক্ষা স্থগিত করা হলো। পরবর্তীতে পরীক্ষার সময়সূচি জানানো হবে।’
তবে প্রথম ও দ্বিতীয় পেশাগত এমবিবিএস মে ও নভেম্বর-২০২০ অনুষ্ঠিত মৌখিক ও ব্যবহারিক পরীক্ষা স্বাস্থ্যবিবধি মেনে যথারীতি চলবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
Discussion about this post