হার্টবিট ডেস্ক
চট্টগ্রামে করোনায় মৃতের মিছিলে এ পর্যন্ত ৪০০ জনের মধ্যে ২২২ জনের বয়সই৬১ বছরের বেশি।
সিভিল সার্জন কার্যালয়ে সর্বশেষ তথ্যানুযায়ী, এখন পর্যন্ত ৬১ বছরের বেশি বয়সী মারা যাওয়া ২২২ জনের মধ্যে ১৮২ জন পুরুষ এবং ৪০ নারী। বাকিদের মধ্যে ৫১ থেকে ৬০ বছর বয়সী ৯৫ জন, ৪১ থেকে ৫০ বছর বয়সী ৫২ জন, ৩১ থেকে ৪০ বছর বয়সী ১৮ জন, ২১ থেকে ৩০ বছর বয়সী ৫ জন, ১১ থেকে ২০ বছর বয়সী ৪ জন এবং ০ থেকে ১০ বছর বয়সী ৪ জন মারা গেছে।
করোনায় মৃত্যুবরণকারীদের মধ্যে ২৯৪ জন নগরের ও ১০৬ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা। আর উপজেলায় সবচেয়ে বেশি মৃত্যু হাটহাজারীতে।
জনস্বাস্থ্য বিশেষজ্ঞ বিদ্যুৎ বড়ুয়া বলেন, বিভিন্ন কারণে এমনিতে ৬০ বছরের বেশি বয়সের লোকেরা শারীরিকভাবে কিছুটা দূর্বল থাকে। এই বয়সে অনেকে আবার জটিল রোগেও আক্রান্ত থাকেন। ফলে খুব সহজে তাদের করোনা কাবু করতে সক্ষম হয়। আর একবার করোনা আক্রান্ত হলে এই বয়সের লোকেরা করোনার সঙ্গে যুদ্ধ করে পেরে উঠে না। ফলে আক্রান্ত এই বয়সের বেশিরভাগই মৃত্যুমুখে পতিত হন। তবে অনেকে যথাযথ চিকিৎসা পেয়ে সেরেও উঠছেন ।
তিনি বলেন, সবাইকে কঠোরভাবে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। বিশেষ করে যাদের বাসায় বৃদ্ধ ও শিশু আছে তাদের বাড়তি সতর্ক থাকতে হবে।
Discussion about this post