হার্টবিট ডেস্ক
২০২১ সালের মধ্যে ১০টি ও পাঁচ বছরের মধ্যে প্রতিটি জেলায় একটি করে স্যাটেলাইট কমিউনিটি অনকোলজি ক্লিনিক চালু করার উদ্যোগ নিয়েছে কমিউনিটি অনকোলজি সেন্টার ট্রাস্ট ও ফাউন্ডেশন।
বুধবার ( ৭ এপ্রিল) এক আলোচনা সভায় কমিউনিটি অনকোলজি সেন্টার ট্রাস্ট এ উদ্যোগের কথা জানায়।
সভায় জানানো হয়, স্যাটেলাইট কমিউনিটি অনকোলজি ক্লিনিক ইতোমধ্যে ৩টি জেলায় চালু হয়েছে। ন্যূনতম অবকাঠামো ও জনবলের সাহায্যে ও ভিডিও কনফারেন্সের মাধ্যমে কেন্দ্রীয় একটি বিশেষজ্ঞ টিমের পরামর্শ মত ক্যান্সার নির্ণয় ও ফলোআপ দেবেন সাপ্তাহিক এই ক্লিনিকের চিকিৎসক। সরকারি ও অলাভজনক প্রতিষ্ঠানের সহায়তা নেয়া হবে স্থানীয়ভাবে এই স্যাটেলাইট ক্লিনিকগুলোর পরিচালনায়।
একইসঙ্গে পর্যায়ক্রমে ঢাকা বা এর আশেপাশে প্রতিষ্ঠা করা হবে পূর্ণাঙ্গ সমাজভিত্তিক ক্যান্সার হাসপাতাল ও গবেষণা কেন্দ্র।
অসচ্ছল ও দরিদ্র ক্যান্সার রোগীদের স্বল্প ও বিনা খরচে চিকিৎসার ব্যবস্থাসহ সারাদেশের স্যাটেলাইট ক্লিনিকগুলোকে সহায়তা দেবে এই কেন্দ্র। অত্যন্ত নিবেদিত ও দায়িত্বশীল ব্যক্তিদের সমন্বয়ে ট্রাস্টি বোর্ড গঠিত হয়েছে। সরকার ও জনগণের সহযোগিতায় এই কার্যক্রম বাস্তবায়ন সম্ভব হবে বলে আমরা বিশ্বাস করি।
সভায় মূল বক্তব্য রাখেন দেশে সমাজভিত্তিক ক্যান্সার সেবার প্রবক্তা জাতীয় ক্যান্সার গবেষণা ইন্সটিটিউট ও হাসপাতালের ক্যান্সার ইপিডেমিওলোজি বিভাগের প্রধান ডা. মো. হাবিবুল্লাহ তালুকদার রাসকিন।
অনুষ্ঠানে ২০২১-২০২৩ তিন বছরের জন্য কমিউনিটি অনকোলজি সেন্টার ট্রাস্টের ট্রাস্টি বোর্ড ও কমিউনিটি অনকোলজি ফাউন্ডেশন অব বাংলাদেশ’র কার্যকরী পরিষদ ঘোষণা করা হয়।
অধ্যাপক সাবেরা খাতুন চেয়ারপার্সন, মোসাররত জাহান সৌরভকে সম্পাদক ও হোসনে আরা বেগম পলিকে কোষাধ্যক্ষ করে ১১ সদস্যের ট্রাস্টি বোর্ড গঠন করা হয়।
একইসঙ্গে অধ্যাপক সারিয়া তাসনিমকে সভাপতি, সাংবাদিক নাদিরা কিরণকে সহসভাপতি, ইকবাল মাহমুদকে সাধারণ সম্পাদক করে কমিউনিটি অনকোলজি ফাউন্ডেশনের কমিটি গঠিত হয়।
Discussion about this post