হার্টবিট ডেস্ক
জাতিসংঘ শান্তিরক্ষা বাহিনী ফর্মড পুলিশ ইউনিট (এফপিইউ) মিশনে মেডিকেল অফিসার প্রেরণের লক্ষ্যে তালিকা পাঠানোর নির্দেশ দিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।
বোরবার (৪ এপ্রিল) মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের পারসোনেল-৩ অধিশাখার উপসচিব উপসচিব শারমিন আক্তার জাহান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়েছে, ‘জাতিসংঘ শান্তিরক্ষা বাহিনীর ফর্মড পুলিশ ইউনিট (এফপিইউ) মিশনে মেডিকেল অফিসার হিসাবে মনোনীত করার লক্ষ্যে চাকরিকাল নূন্যতম পাঁচ বছর পূর্ণ হয়েছে এবং কোনরূপ বিভাগী মামলা/অভিযোগ তদন্তাধীন/ফৌজদারী মামলা চলমান নেই এমন একজন মূখ্য ও একজন বিকল্প নারী মেডিকেল অফিসারের নামের তালিকা প্রেরণ করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।’
আদেশের অনুলিপি অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য স্বাস্থ্য মন্ত্রণালয়ের সচিবের একান্ত সচিব, স্বাস্থ্য মন্ত্রণালয়ের সিস্টেম এনালিষ্ট ও অতিরিক্ত সচিবের ব্যক্তিগত কর্মকর্তাসহ সংশ্লিষ্ট সকলের কাছে পাঠানো হয়েছে।
Discussion about this post