হার্টবিট ডেস্ক
প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৫২ জনের মৃত্যু। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে নয় হাজার ৩১৮ জনে। এ সময় আরও সাত হাজার ৭৫ জনের দেহে ভাইরাসটি শনাক্ত করা হয়েছে।
আজ সোমবার (৫ এপ্রিল) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ২২৭টি করোনা পরীক্ষাগারে ৩১ হাজার ৯৭৯টি নমুনা সংগ্রহ করা হয়। এর মধ্যে মোট ৩০ হাজার ১৩৯টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত মোট নমুনা পরীক্ষা সংখ্যা দাঁড়িয়েছে ৪৮ লাখ ১৩ হাজার ৬২৪টি। পরীক্ষায় আরও সাত হাজার ৭৫ জনের দেহে করোনা শনাক্ত হয়েছেন। ফলে দেশে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল ছয় লাখ ৪৪ হাজার ৪৩৯ জনে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, একদিনে মৃত ৫২ জনের মধ্যে পুরুষ ৩৪ জন ও নারী ১৮ জন। তাঁদের মধ্যে ৫০ জন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এবং দুইজন বাড়িতে মৃত্যুবরণ করেছেন। এ পর্যন্ত মৃতদের মধ্যে মধ্যে পুরুষ সাত হাজার চারজন (৭৫ দশমিক ১৭ ভাগ) ও নারী দুই হাজার ৩১৪ জন (২৪ দশমিক ৮৩ ভাগ)।
এছাড়াও গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন আরও দুই হাজার ৯৩২ জন। এ নিয়ে মোট সুস্থের সংখ্যা দাঁড়াল পাঁচ লাখ ৫৫ হাজার ৪১৪ জনে।
গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ২৪ দশমিক ৪০ ভাগ। এ পর্যন্ত নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৩ দশমিক ৩৯ ভাগ এবং শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮৬ দশমিক ১৯ ভাগ। আর শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার এক দশমিক ৪৫ ভাগ।
বয়সভিত্তিক বিশ্লেষণে দেখা যায়, ২৪ ঘণ্টায় মৃত ৫২ জনের মধ্যে দশ বছরের কম একজন, দশোর্ধ্ব একজন, ত্রিশোর্ধ্ব তিনজন, চল্লিশোর্ধ্ব ছয়জন, পঞ্চাশোর্ধ্ব নয়জন এবং ষাটোর্ধ্ব ৩২ জন রয়েছেন। তাঁদের মধ্যে ঢাকা বিভাগে ৪০ জন, চট্টগ্রামে সাতজন এবং রাজশাহী, খুলনা, রংপুর ও সিলেট বিভাগে একজন করে রয়েছেন।
Discussion about this post