হার্টবিট ডেস্ক
আগামী ৫ এপ্রিল থেকে বন্ধ হচ্ছে করোনাভাইরাস প্রতিরোধী টিকাদান কর্মসূচির প্রথম ডোজের টিকা প্রয়োগ। গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন স্বাস্থ্য অধিদফতরের মুখপাত্র অধ্যাপক ডা. রোবেদ আমিন।
তিনি বলেন, ‘লকডাউনের ভেতরে আমাদের টিকাদান কর্মসূচি চলমান থাকবে। তবে আগামী ৫ এপ্রিল থেকে টিকার প্রথম ডোজ দেওয়া বন্ধ হচ্ছে। দ্বিতীয় ডোজ আগামী ৮ এপ্রিল থেকে দেওয়া শুরু হবে। যারা টিকা নেবেন তারা কাছের টিকাদান কেন্দ্রে গিয়ে কার্ড দেখিয়ে টিকা নেবেন।‘
গত ৭ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া করোনাভাইরাস প্রতিরোধী জাতীয় টিকাদান কর্মসূচিতে অংশ নিয়ে দেশে এ পর্যন্ত মোট টিকা নিয়েছেন ৫৪ লাখ ৫২ হাজার ৬৩৪ জন।
তাদের মধ্যে পুরুষ ৩৩ লাখ ৮৬ হাজার ৩৫৩ জন আর নারী ২০ লাখ ৬৬ হাজার ২৮১ জন। তাদের মধ্যে পার্শ্বপ্রতিক্রিয়া হয়েছে ৯৩৭ জনের।
Discussion about this post