হার্টবিট ডেস্ক
করোনাভাইরাসের উৎস নিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার ( ডব্লিউএইচও) প্রতিবেদনে ১৪টি দেশ উদ্বেগ প্রকাশ করেছে।এছাড়া পরীক্ষাগার থেকে থেকে করোনা নির্গত হওয়ার তত্ত্ব নিয়ে আরও তদন্ত করার দরকার বলে মত দিয়েছেন সংস্থাটির প্রধান টেড্রোস আধানম গেবরিয়াসুস।
উদ্বেগ প্রকাশকারী ১৪টি দেশ হলো, যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, কানাডা, চেক প্রজাতন্ত্র, ডেনমার্ক, ইস্তোনিয়া ও ইসরাইল। এক বিবৃতিতে তারা বলেছে, কীভাবে এই ভাইরাসের ছড়ানো শুরু হয়েছে, তা নিয়ে গবেষণাসহ মহামারীর অবসানে বিশ্ব স্বাস্থ সংস্থার চেষ্টায় তারা পরিপূর্ণ সমর্থন দিয়েছে।
‘পাশাপাশি এটি অপরিহার্য যে, সার্স-কভ-২ ভাইরাস নিয়ে আন্তর্জাতিক বিশেষজ্ঞদের গবেষণা বিলম্বিত হয়েছে। এছাড়া বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিবেদনে প্রাথমিক তথ্যে ও নমুনা পাওয়ার ক্ষেত্রেও ঘাটতি রয়েছে।’
বিবৃতিতে জাপান, লাটভিয়া, লিথুনিয়া, নরওয়ে কোরিয়া প্রজাতন্ত্র, স্লোভানিয়া ও যুক্তরাজ্যও সই করেছে।
টেড্রোস আধানম বলেন, গবেষণাগার থেকে দুর্ঘটনাবশত ভাইরাসটি ছড়িয়েছে, এ সম্ভাবনা সবচেয়ে কম হওয়া সত্ত্বেও আরও গবেষণা হওয়া দরকার।
চীন গবেষণাগার থেকে ভাইরাস ছড়ানোর অভিযোগ বরাবর প্রত্যাখ্যান করে আসছে। ডব্লিউএইচও ও চীনের বিশেষজ্ঞদের একটি প্রতিবেদন মঙ্গলবার প্রকাশিত হয়েছে।
এতে বলা হয়েছে, গবেষণাগার থেকে করোনাভাইরাস ছড়ানোর ব্যাখ্যাটির সম্ভাবনা অত্যন্ত কম আর সম্ভবত ভাইরাসটি বাদুর থেকে অন্য কোনো প্রাণী হয়ে মানুষের মাঝে ছড়িয়েছে।
Discussion about this post