নিউজ ডেস্ক
বৈশ্বিক মহামারী করোনাভাইরাস প্রতিরোধে দেশে গণহারে টিকাদান কার্যক্রম চলমান রয়েছে। গত ২৭ জানুয়ারি থেকে শুরু হওয়া এ কর্মসূচিতে এখন পর্যন্ত ৫২ লাখ ৬৩ হাজার ২৪৮ জন ভ্যাকসিন গ্রহণ করেছেন। এদের মধ্যে ৯২৮ জনের দেহে ভ্যাকসিনের পার্শ্বপ্রতিক্রিয়া দেখা গেছে।
বুধবার (২৮ ফেব্রুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (ইএমআইএস) ডা. মিজানুর রহমান স্বাক্ষরিত নিয়মিত করোনা ভ্যাকসিন আপডেটে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
এতে বলা হয়েছে, করোনার টিকাদান কার্যক্রমের আওতায় এখন পর্যন্ত মোট ৫২ লাখ ৬৩ হাজার ২৪৮ জন টিকা গ্রহণ করছেন। তাঁদের মধ্যে ৩২ লাখ ৭৭ হাজার ৫৯৮ জন পুরুষ এবং ১৯ লাখ ৮৫ হাজার ৬৫১ জন নারী রয়েছেন।
গতকাল টিকা কার্যক্রমে রাজধানীসহ সারাদেশের সরকারি হাসপাতাল ও অন্যান্য ভ্যাকসিন কেন্দ্রে মোট ৫৮ হাজার ৪২৪ জন টিকা গ্রহণ করেছেন। তাঁদের মধ্যে পুরুষ ৩৩ হাজার ১৯৮ জন ও ২৫ হাজার ২২৬ জন নারী রয়েছেন। এদিন টিকা গ্রহীতাদের মধ্যে এক জন বিরূপ প্রতিক্রিয়ার উপসর্গ রিপোর্ট করেছেন।
টিকা গ্রহীতাদের বিভাগ ভিত্তিক তথ্য বিশ্লেষণে ঢাকা বিভাগে ২৫ লাখ ১০ হাজার ৯৬ জন, ময়মনসিংহ বিভাগে দুই লাখ ৫১ হাজার ৯৬ জন, চট্টগ্রাম বিভাগে ১০ লাখ ৬২ হাজার ১৩০ জন, রাজশাহী বিভাগে পাঁচ লাখ ৯৪ হাজার ১৭৬ জন, রংপুর বিভাগে পাঁচ লাখ ৩৭ হাজার ৩৮২ জন, খুলনা বিভাগে ছয় লাখ ৭৮ হাজার ৪৭২ জন, বরিশাল বিভাগে দুই লাখ ৩২ হাজার ৭০৩ জন ও সিলেট বিভাগে দুই লাখ ৭৩ হাজার ৭৩৯ জন টিকা নিয়েছেন।
বিরূপ প্রতিক্রিয়ার উপসর্গ নিয়ে রিপোর্টকারীদের মধ্যে ঢাকা বিভাগে ৩৩৪ জন, ময়মনসিংহ বিভাগে ৫৪ জন, চট্টগ্রাম বিভাগে ১৮০ জন, রাজশাহী বিভাগে ১০৪ জন, রংপুর বিভাগে ৭২ জন, খুলনা বিভাগে ১১৫ জন, বরিশাল বিভাগে ২৫ জন ও সিলেট বিভাগে ৪৪ জন রয়েছেন।
প্রসঙ্গত, বৈশ্বিক মহামারী করোনাভাইরাস প্রতিরোধে গত ২৭ জানুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে অক্সফোর্ড-অ্যাস্ট্রোজেনেকার উদ্ভাবিত করোনার টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন। এর পরদিন রাজধানীর পাঁচটি সরকারি হাসপাতাল পরীক্ষামূলকভাবে ৫৪১ জনকে টিকা দেওয়া হয়। পরে ৭ জানুয়ারি থেকে গণহারে টিকাদান শুরু করেছে সরকার। প্রাথমিকভাবে শুধুমাত্র অগ্রাধিকার ভিত্তিতে বয়স্ক, চিকিৎসক ও সম্মুখ সারিতে কাজ করা ব্যক্তিদের টিকা প্রদান করা হচ্ছে।
Discussion about this post