হার্টবিট ডেস্ক
৪২তম বিসিএসের (বিশেষ) লিখিত পরীক্ষার ফল প্রকাশ করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। এতে মোট ৬ হাজার ২২ জন পরীক্ষার্থী মৌখিক পরীক্ষার জন্য উত্তীর্ণ হয়েছেন।
আজ মঙ্গলবার (২৯ মার্চ) পিএসসির বিশেষ সভায় অনুমোদন শেষে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
কমিশেনের পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) নূর আহমদ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৬ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ৪২ বিসিএসের (বিশেষ) লিখিত পরীক্ষা-২০২০ এর ফলাফল বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) অনুমোদন অনুযায়ী প্রকাশ করা হলো। লিখিত পরীক্ষায় সাময়িকভাবে উত্তীর্ণ ৬ হাজার ২২ জন প্রার্থীর রেজিস্ট্রেশন নম্বর প্রকাশ করা হলো।
এতে বলা আরও বলা হয়, লিখিত পরীক্ষায় সামিয়কভােব উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষা বিস্তারিত সময়সূচি যথাসমেয় সংবাদ মাধ্যমে কমিশনের ওয়েবসাইটে এবং এস.এম.এস. এর মাধ্যমে সংশ্লিষ্ট প্রার্থীকে অবহিত করা হবে।
৪২তম বিশেষ বিসিএসে চিকিৎসক ক্যাডার নিয়োগ দেওয়া হবে। এতে সহকারী সার্জন হিসেবে ২০০০ জনকে নিয়োগ দেওয়া হবে।
Discussion about this post