হার্টবিট ডেস্ক
অধ্যাপক ডা. বোরহান উদ্দিন হাওলাদারকে ঢাকা ডেন্টাল কলেজ হাসপাতালের ভারপ্রাপ্ত পরিচালক পদে পদায়ন করে প্রজ্ঞাপন জারি করেছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।
আজ রোববার (২৮ মার্চ) মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের পারসোনেল-১ শাখার সিনিয়র সহকারী পরিচালক সারমিন সুলতানা স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, বিসিএস স্বাস্থ্য ও স্বাস্থ্য সার্ভিসের বর্ণিত কর্মকর্তাকে পুনরায় আদেশ না দেওয়া পর্যন্ত তাঁর নামের পার্শ্বে বর্ণিত পদে বদলি বা পদায়ন করা হলো।
পদায়ন হওয়া কর্মকর্তা হলেন, ঢাকা ডেন্টাল কলেজের প্রস্থোডন্টিক্স বিভাগের অধ্যাপক ডা. বোরহান উদ্দিন হাওলাদার। তাঁকে ঢাকা ডেন্টাল কলেজ হাসপাতালের পরিচালক (ভারপ্রাপ্ত) পদে পদায়ন করা হয়েছে।
এতে আরও বলা হয়, তিনি প্রতিষ্ঠানটির আয়ন-ব্যয়ন কর্মকর্তার দায়িত্ব পালন করবেন।
যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনে জারি করা আদেশের অনুলিপি স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক, স্বাস্থ্যমন্ত্রীর একান্ত সচিব, স্বাস্থ্য সেবা বিভাগের পারসোনেল- ২/৩/৮ অধিশাখার উপসচিব, ঢাকা ডেন্টাল কলেজের অধ্যক্ষ বা পরিচালকসহ সংশ্লিষ্ট সকলকে পাঠানো হয়েছে।
Discussion about this post