হার্টবিট ডেস্ক
গণস্বাস্থ্য ডায়ালাইসিস সেন্টার বাংলাদেশের অন্যতম বৃহৎ কিডনি ডায়ালাইসিস কেন্দ্র। গণস্বাস্থ্য ডায়ালাইসিস সেন্টার কিডনি রোগের চিকিৎসায় দেশের প্রথম ইনস্টিটিউট।
গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠান গণস্বাস্থ্য ডায়ালাইসিস সেন্টারকে (জিডিসি) কিডনি ডায়ালাইসিস সরঞ্জাম দিয়েছে মেডট্রনিক বাংলাদেশ। স্বাধীনতার ৫০ বছর পূর্তি ও কিডনি রোগীদের চিকিৎসায় সহায়তায় এ উদ্যোগ নিয়েছে মেডট্রনিক। এর মাধ্যমে ৫০ জন রোগী সাশ্রয়ী খরচে কিডনির চিকিৎসা গ্রহণ করতে পারবেন।
বুধবার (২৪ মার্চ) রাজধানীর ধানমন্ডির গণস্বাস্থ্য কেন্দ্রে আয়োজিত অনুষ্ঠানে মেডট্রনিক বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর ফাররুখ আলম গণস্বাস্থ্য নগর হাসপাতালের প্রধান নেফ্রোলজিস্ট অধ্যাপক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মামুন মোস্তাফীর হাতে এ সরঞ্জামগুলো তুলে দেন।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে মেডট্রনিকের ন্যাশনাল সেলস ম্যানেজার দেবজ্যোতি ব্যানার্জি, মার্কেটিং কমিউনিকেশনস স্পেশালিস্ট তুহিনূর সুলতানা এবং গণস্বাস্থ্য সমাজভিত্তিক মেডিকেল কলেজের উপপরিচালক মো. লিয়াকত আলী উপস্থিত ছিলেন।
বর্তমানে প্রতিষ্ঠানটি ঢাকাতে এর কার্যক্রম পরিচালনা করছে এবং সম্প্রতি ২৫টি ইউনিট নিয়ে সাভারেও কার্যক্রম শুরু করেছে, যেখানে প্রতিদিন ৩০০ রোগী চিকিৎসা নিচ্ছেন।
Discussion about this post