হার্টবিট ডেস্ক
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) ১০ম ভাইস চ্যান্সেলর (ভিসি) অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া অবসরে গেলেন। শেষ কর্মদিবস মঙ্গলবার (২৩ মার্চ) বিভিন্ন অনুষ্ঠানিকতার মধ্য দিয়ে বেশ ব্যস্ততম সময় পার করেন তিনি।
এদিন দুপুর দুইটার দিকে অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া জ্যেষ্ঠতম প্রো- ভাইস চ্যান্সেলর (প্রো-ভিসি) অধ্যাপক ডা. মুহাম্মদ রফিকুল আলমের কাছে উপাচার্যের দায়িত্বভার অর্পণ করেন।
নতুন ভাইস চ্যান্সেলর (ভিসি) নিয়োগ না হওয়া পর্যন্ত আজ বুধবার (২৪ মার্চ) থেকে উপাচার্যের দায়িত্ব পালন করবেন অধ্যাপক ডা. মুহাম্মদ রফিকুল আলম।
শেষ কর্মদিবসে মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের ডা. মিল্টন হলে ডিন, বিভাগীয় চেয়ারম্যান, অফিস প্রধানদের সঙ্গে মতবিনিময় করেন সদ্য বিদায়ী ভিসি। মতবিনিময়ে তিনি বঙ্গবন্ধুর আদর্শকে ধারণ করে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের চিকিৎসাসেবা, চিকিৎসা শিক্ষা ও গবেষণা কার্যক্রমকে বিশ্বমানে উন্নীত করার আহ্বান জানান।
ভিসি বিভিন্ন ব্লকের বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন। পরে তিনি বি ব্লকের নিচতলায় জাতীয় অধ্যাপক ডা. শাহলা খাতুন মনোপোজ ক্লিনিকের উদ্বোধন করেন।
অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া ২০১৮ সালের ২৪ মার্চ রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের আচার্য মো. আবদুল হামিদের আদেশপ্রাপ্ত হয়ে ৩ বছরের জন্য দায়িত্বভার গ্রহণ করেন। সেই হিসাবে মঙ্গলবার ছিল তার শেষ কর্মদিবস।
মতবিনিময়ে, রাউন্ড প্রদানকালীন ও জাতীয় অধ্যাপক ডা. শাহলা খাতুন মনোপোজ ক্লিনিকের শুভ উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি (প্রশাসন) ও বর্তমানে ভিসি মহোদয়ের দায়িত্বপ্রাপ্ত অধ্যাপক ডা. মুহাম্মদ রফিকুল আলম, প্রো-ভিসি (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মো. জাহিদ হোসেন, কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. মোহাম্মদ আতিকুর রহমান, সাবেক প্রো-ভিসি ও কমিউনিটি অফথালমোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ, সাবেক প্রো-ভিসি অধ্যাপক সাহানা আখতার রহমান, শিশু অনুষদের ডিন অধ্যাপক ডা. চৌধুরী ইয়াকুব জামাল, মেডিসিন অনুষদের ডিন অধ্যাপক ডা. এ কে এম মোশাররফ হোসেন, রেজিস্ট্রার অধ্যাপক ডা. এ বি এম আব্দুল হান্নান, প্রক্টর অধ্যাপক ডা. সৈয়দ মোজাফফর আহমেদ, অবস অ্যান্ড গাইনি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. তৃপ্তি রানী দাশ, অধ্যাপক ডা. শিউলী চৌধুরী প্রমুখ।
Discussion about this post