হার্টবিট ডেস্ক
চার চিকিৎসককে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) সহকারী অধ্যাপক পদে পরীক্ষা দেওয়ার অনুমতি দিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।
শনিবার (২১ মার্চ) মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের পারসোনেল-৩ অধিশাখার উপসচিব শারমিন আক্তার জাহান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়েছে, ‘উপযুক্ত বিষয় ও সূত্রের পরিপ্রেক্ষিতে নিম্নোক্ত চিকিৎসকদেরকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে সহকারী অধ্যাপক পদে পরীক্ষা দেওয়ার অনুমতি নির্দেশক্রমে প্রদান করা হলো।’
অনুমতি পাওয়া চিকিৎসকরা হলেন, রাজশাহী মেডিকেল কলেজ ফিজিওলজি বিভাগের শিক্ষক ডা. মো. মনিমুল ইসলাম, জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের সহকারী রেজিস্ট্রার ডা. মো. মুশফিকুর রহমান, স্বাস্থ্য অধিদপ্তরের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা ও সংযুক্ত ঢাকা মেডিকেল কলেজ নেফ্রোলজি বিভাগের ডা. মাধবী কর্মকার ও স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ সার্জারি বিভাগের সহকারী অধ্যাপক ডা. ইশতিয়াক আলম।
আদেশের অনুলিপি অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সিস্টেম এনালিষ্ট, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সেবা বিভাগের অতিরিক্ত সচিবের ব্যক্তিগত কর্মকর্তা ও যুগ্মসচিবের ব্যক্তিগত কর্মকর্তার কাছে পাঠানো হয়েছে।
Discussion about this post