হার্টবিট ডেস্ক
ন্যাশনাল ইনস্টিটিউট অব কিডনি ডিজিজেস অ্যান্ড ইউরোলজির উপপরিচালক ডা. সুফিয়া শিরিনকে চাকরি থেকে অব্যাহতি দিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।
বৃহস্পতিবার (১৮ মার্চ) মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের পার-২ শাখার উপসচিব শারমিন আক্তার জাহান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়েছে, সরকারি চাকরি আইন ২০১৮ (২০১৮ সনের ৫৭ নং আইন) এর ধারা ৪৩ (১)(ক) অনুযায়ী ন্যাশনাল ইনস্টিটিউট অব কিডনি ডিজিজেস অ্যান্ড ইউরোলজির তত্বাবধায়ক (উপপরিচালক) ডা. সুফিয়া শিরিনকে (কোড নং-১২৬২২৯) গত ১০ ফেব্রুয়ারি সরকারি চাকরি হতে অবসর প্রদান করা হলো। গত ১১ ফেব্রুয়ারি ২০২১ থেকে ১০ ফেব্রুয়ারি ২০২২ পর্যন্ত তাঁর অবসরোত্তর ছুটি মঞ্জুরসহ ১৮ মাসের মূল বেতনের সমপরিমান অর্থ লাম্পগ্রাণ্ট হিসেবে মঞ্জুর করা হলো।
সংশ্লিষ্ট কর্মকর্তার অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ থেকে জারিকৃত নির্দেশনা অনুযায়ী পিআরএলকালীন সুবিধা পাবেন বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।
রাষ্ট্রপতির আদেশক্রমে জারি করা এ প্রজ্ঞাপনের অনুলিপি অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক, স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রধান হিসাব রক্ষক কর্মকতা ও স্বাস্থ্য অধিদপ্তরের এমআইএস শাখার পরিচালকসহ সংশ্লিষ্ট সকলের কাছে পাঠানো হয়েছে।
Discussion about this post