হার্টবিট ডেস্ক
করোনার সংক্রমণ ঠেকাতে জনগণের মধ্যে সচেতনতা বৃদ্ধির জন্য উদ্বুদ্ধকরণ কর্মসূচি শুরু করেছে বাংলাদেশ পুলিশ।
রবিবার (২১ মার্চ) দুপুরে শান্তিনগর পুলিশ বক্সের সামনে উদ্বুদ্ধকরণ কর্মসূচির উদ্বোধন করেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশন) কৃষ্ণপদ রায়। এসময় তিনি সাংবাদিকদের বলেন, ‘জনগণকে সচেতন করতেই পুলিশ সদর দফতরের নির্দেশনা অনুযায়ী আমাদের এই সচেতনতামূলক কার্যক্রম। আমরা চাই জনগণ সচেতন হোক। বাসা থেকে বের হলেই মাস্ক ব্যবহারের পরামর্শ দেন তিনি। জোর করে নয়, জনগণকে উদ্বুদ্ধ করতেই এই মাস্ক বিতরণ কর্মসূচি। করোনামুক্ত থাকতে হলে সবাইকে সচেতন হতে হবে।’
এ সময় তিনি আরও বলেন, ‘মাস্ক ব্যবহার না করলে করার ঝুঁকি বেড়ে যাবে। ঝুঁকি থেকে কেউই মুক্ত নয়। নিজের কথা ভেবে, পরিবারের সদস্যদের ঝুঁকির কথা মাথায় রেখে সচেতন হয়ে চলাফেরা করার আহ্বান জানান।’
মাস্ক পড়তে বাধ্য করা হবে কিনা আইনগত কোনও পদক্ষেপ নেওয়া হবে কিনা এমন প্রশ্নের জবাবে কৃষ্ণপদ রায় বলেন, ‘আমরা জনসচেতনতা বৃদ্ধির জন্য উদ্বুদ্ধকরণ কর্মসূচি পালন করছি। সচেতনতার মাধ্যমে আমরা কখনও সংক্রমণের ঝুঁকি ঠেকাতে চাই।’
পরে, তিনি নগরবাসীদের মাঝে বিতরণ করেন। এসময় তার সঙ্গে ছিলেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তারা।
প্রসঙ্গত, করোনা সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় গত ১৮ মার্চ আইজিপি বেনজীর আহমেদ মাস্ক ব্যবহারের উদ্বুদ্ধকরণ কর্মসূচি পালনের ঘোষণা দেন। তারই ধারাবাহিকতায় ২১ মার্চ সারাদেশে শুরু হয় পুলিশের এই উদ্ভুদ্ধকরণ জনসচেতনতা মূলক কার্যক্রম।
Discussion about this post