হার্টবিট ডেস্ক
করোনায় আক্রান্ত রোগীদের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে আইসিইউ ও এইচডিইউর সংখ্যা বাড়ানো হচ্ছে ।
বৃহস্পতিবার ( ১৮ মার্চ) ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. নাজমুল হক বলেন, আজ থেকেই বাড়ানো এইচডিইউ-র শয্যায় রোগী রাখা হচ্ছে। আশা করছি সন্ধ্যা থেকেই সেখানে রোগী ভর্তি করা যাবে, এ জন্য দ্রুত কাজ করা হচ্ছে।
তিনি জানান, বর্তমানে পুরাতন বার্ন ইউনিটে আইসিইউ চালু রয়েছে ১৪টি বেড, আরও দশটি আইসিইউ বেড চালু করা হবে যা রেডি হতে সপ্তাহখানেক সময় লাগবে। এছাড়াও নতুন ভবন ও বার্ন ইউনিট মিলিয়ে মোট ২০ বেডের এইচডিইউ চালু করা হচ্ছে।
এসব আইসিইউ ও এইচডিইউ শয্যা চালু করা গেলে রোগীদের জন্য বড় ধরনের কাজ হবে। তিনি জানান, ঢামেক হাসপাতালে এখন পর্যন্ত করোনা ও করোনা সন্দেহভাজন রোগী মোট ভর্তি রয়েছে ৫৩২ জন।
Discussion about this post