হার্টবিট ডেস্ক
করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) অধ্যাপক ডা. আবুল বাশার খুরশীদ আলমসহ পাঁচ থেকে সাত জন কর্মকর্তা-কর্মচারী। এ অবস্থায় স্বাস্থ্য অধিদপ্তরে অতিরিক্ত সতর্কতা জারি করা হয়েছে।
আজ শনিবার (২০ মার্চ) এ তথ্য নিশ্চিত করেছে স্বাস্থ্য অধিদপ্তরের নন-কমিউনিকেবল ডিজিজের (এনসিডিসি) লাইন ডিরেক্টর ও মিডিয়া সেলের মুখপাত্র অধ্যাপক ডা. রোবেদ আমিন।
তিনি বলেন, মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাশার খুরশীদ আলম করোনায় আক্রান্ত হয়েছেন। এছাড়াও অধিদপ্তরের লাইন ডিরেক্টর (এমআইএস) মিজানুর রহমানসহ পাঁচ থেকে জন আক্রান্ত হয়েছে বলে জানতে পেরেছি। তবে তাদের কারও মধ্যে জটিল কোনো লক্ষণ বা উপসর্গ নেই।
অধ্যাপক ডা. রোবেদ আমিন বলেন, অধ্যাপক আবুল বাশার খুরশীদ আলম গত বৃহস্পতিবার (১৮ মার্চ) তারিখে করোনা টেস্ট করান। ওই দিনই তার রিপোর্ট পজেটিভ আসে। তিনি বর্তমানে বাসায় অবস্থান করছেন।
মহাপরিচালকের একান্ত সচিব আক্রান্ত হওয়ার পরপরই তিনি আক্রান্ত হয়েছেন উল্লেখ করে মিডিয়া সেলের মুখপাত্র বলেন, মূলত মহাপরিচালকের একান্ত সচিব প্রথমে আক্রান্ত হন। একই সাথে তার পরিবারও।
এদিকে, গত ১৭ মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে এক আলোচনা অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন স্বাস্থ্য অধিদপ্তর মহাপরিচালক আবুল বাশার খুরশীদ আলম। ওই অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক, স্বাস্থ্য অধিদপ্তর মহাপরিচালক মীরজাদী সেব্রিনা ফ্লোরা, অতিরিক্ত মহাপরিচালক নাসিমা সুলতানাসহ স্বাস্থ্য অধিদপ্তরের অন্তত ২০ জন কর্মকর্তা- কর্মচারী উপস্থিত ছিলেন।
Discussion about this post