হার্টবিট ডেস্ক
ভয়েস কমান্ড নেবে হুইল চেয়ার। দরকার পড়লে মেডিকেল বেডেও রূপান্তর করা যাবে। এমনই একটি হুইল চেয়ার উদ্ভাবন করেছেন রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক।
কম খরচের এই হুইল চেয়ারটি দেশের প্রথম স্মার্ট হুইল চেয়ার বলে দাবি করছেন তারা।
বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন ও রুয়েটের অর্থায়নে গত বছরের আগস্টে শুরু হওয়া এই প্রকল্পটি শেষ হয়েছে এ বছরের মার্চে।
রোববার (১৪ মার্চ) বিষয়টি জানিয়েছেন গবেষক দল প্রধান ও বিশ্ববিদ্যালয়টির ইলেক্ট্রিক্যাল অ্যান্ড ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিংয়ের অধ্যাপক ড. মাসুদ রানা। রুয়েট গবেষণা ও সম্প্রসারণ দপ্তরের অধীনে পরিচালিত এই গবেষণা প্রকল্পটির পরিচালক ছিলেন তিনি।
Discussion about this post