হার্টবিট ডেস্ক
সরকারের নিবন্ধন পেয়েছে চিকিৎসকদের স্বার্থ ও নিরাপত্তা নিয়ে কাজ করা অন্যতম সংগঠন বাংলাদেশ ডক্টরস ফাউন্ডেশন (বিডিএফ)। সরকারের ‘অফিস অব দ্য রেজিস্ট্রার অব জয়েন্ট স্টক কোম্পানিজ এন্ড ফার্মস’ এর অধীনে ‘সোসাইটি’ হিসেবে নিবন্ধন পেলো সংগঠনটি।
বিডিএফের প্রধান সমন্বয়ক ডা. নিরুপম দাশ বলেন, ‘রেজিস্ট্রেশন না হওয়া পর্যন্ত আমাদের কাজ এগুনো যাচ্ছিল না। নিবন্ধিত হওয়ার সুবাদে চিকিৎসকদের জন্য আরও বিস্তৃত পরিসরে কাজ হওয়ার সুযোগ সৃষ্টি হয়েছে। তাদের অধিকার, নিরাপত্তা—এসব বিষয় নিয়ে আমরা আরও বেশি সোচ্চার হচ্ছি। আইনগত স্বীকৃতি আমাদের আরও বহুমাত্রিক কাজে হাত দেওয়ার সুযোগ সৃষ্টি হয়েছে।’
তিনি বলেন, বিডিএফের প্রতিটি কাজের বিষয়ে চিকিৎসকরা ইতিবাচক মনোভাবাপন্ন এবং আশাবাদী। তারা চান, বিডিএফ তাদের স্বার্থ-সংশ্লিষ্ট বিষয়ে অগ্রণী ভূমিকা পালন করুক।
এ সময় প্রতিষ্ঠার পর থেকে গত দেড় বছরে চিকিৎসক নিগ্রহের প্রতিটি ঘটনায় বিডিএফ’র সোচ্চার ভূমিকার কথা উল্লেখ করেন ডা. নিরুপম দাশ।
সংগঠনটি নানা সফলতার কথা তুলে ধরে তিনি বলেন, ‘চিকিৎসকদের ভাগ্যোন্নয়নে প্রতিষ্ঠার দুই বছরের মধ্যে আমরা বড় বড় প্রকল্প হাতে নিয়েছি। এর মধ্যে হাউজিং প্রকল্প, বিডিএফ ছায়াকুঞ্জে বিডিএফ মেডি সিটি নামে হাসপাতাল প্রকল্প রয়েছে।’
তাদের ভবিষ্যত পরিকল্পনার কথা তুলে ধরে এ পেশাজীবী নেতা বলেন, ‘বাংলাদেশ ডক্টরস ক্লাব করার প্রবল ইচ্ছা রয়েছে আমাদের। দেশের বিভিন্ন অঞ্চল থেকে পরীক্ষা দিতে আসা চিকিৎসকদের জন্য একটি হোস্টেলের ব্যবস্থা করা হবে, যেখানে তারা নির্দ্বিধায় ২/১ দিন অবস্থান করতে পারবেন। একই সঙ্গে নারী চিকিৎসকদের জন্য ডে কেয়ার সেন্টার প্রতিষ্ঠার করা হবে। আগামী ২/১ বছরের এসব পরিকল্পনা দৃশ্যমান হবে।’
বিডিএফ প্রধান সমন্বয়ক বলেন, বিডিএফের হাত ধরে চিকিৎসকরা এখন অনেক বেশি ঐক্যবদ্ধ। এ ছাড়া অগ্রজ ও অনুজ চিকিৎসকদের মধ্যকার দূরত্ব এখন প্রায় শেষ হয়ে এসেছে।
Discussion about this post