হার্টবিট ডেস্ক
ন্যাশনাল ডেন্টিস্ট ডে শনিবার (৬ মার্চ) দিবসটি উপলক্ষে নানা কর্মসূচি পালন করেছে ঢাকা ডেন্টাল কলেজ।
সকালে বর্ণাঢ্য শোভাযাত্রা আলোচনা সভা এবং বিকালে সাংস্কৃতিক অনুষ্ঠান এর মাধ্যমে দিনটি পালন করে ঢাকা ডেন্টাল কলেজের শিক্ষক কর্মচারী এবং ছাত্রছাত্রীরা।
দিবসকে কেন্দ্র করে ঢাকা ডেন্টাল কলেজ অডিটরিয়ামে আয়োজিত হয় আলোচনা সভা।
আলোচনা সভার প্রতিপাদ্য বিষয় ছিল ডেন্টাল বিশ্ববিদ্যালয় স্বপ্ন নয় সময়ের দাবি।
আলোচনায় অংশগ্রহণ করেন ঢাকা ডেন্টাল কলেজের অধ্যক্ষ, হসপিটালের ভারপ্রাপ্ত পরিচালক এবং বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধানগণ। বক্তারা সবাই ডেন্টাল বিশ্ববিদ্যালয় স্হাপনের যুক্তি সঙ্গত আলোচনা করেন।
বক্তৃতায় ঢাকা ডেন্টাল কলেজের অধ্যক্ষ ও ডেন্টাল সোসাইটির মহাসচিব অধ্যাপক ডা.হুমায়ূন কবির বুলবুল বলেন, বর্তমানে বাংলাদেশে একটি পূর্ণাঙ্গ সরকারি ডেন্টাল কলেজ, আটটি সরকারি ডেন্টাল কলেজ ইউনিট, ২৬টি বেসরকারি ডেন্টাল কলেজ ও ডেন্টাল ইউনিট রয়েছে। প্রতিবছর প্রায় ১৯০০ শিক্ষার্থী বিভিন্ন ডেন্টাল কলেজ ও ডেন্টাল ইউনিট ভর্তির সুযোগ পায়। আর প্রতি বছর ডেন্টিস্ট হয়ে বের হয় প্রায় ১৫০০ ডেন্টিস্ট, যেখানে বিভিন্ন বিষয়ে উচ্চতর শিক্ষার অর্জন করার সুযোগ পায় মাত্র ৪০ জন। এমতাবস্থায় ডেন্টাল বিশ্ববিদ্যালয় ছাড়া কোনো সুযোগ নেই।
অধ্যাপক ডা.হুমায়ূন কবির বুলবুল আরও বলেন, দন্ত চিকিৎসা সেবা মানুষের দোড়গোড়ায় পৌঁছে দেওয়ার জন্য আরও বেশি বিশেষজ্ঞ ডেন্টাল সার্জন প্রয়োজন।
তিনি বলেন, বাংলাদেশে মেডিকেল বিশ্ববিদ্যালয় রয়েছে, কৃষি বিশ্ববিদ্যালয় রয়েছে, ভেটেনারি বিশ্ববিদ্যালয় রয়েছে, বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় রয়েছে, টেক্সট টাইল বিশ্ববিদ্যালয় রয়েছে, আরও অনেক বিশ্ববিদ্যালয় হচ্ছে ও পরিকল্পনা চলছে, এমন পরিপেক্ষিতে ডেন্টাল বিশ্ববিদ্যালয় সময়ে দাবি।
ঢাকা ডেন্টাল কলেজের অধ্যক্ষ আরও বলেন, ইতোমধ্যে আমাদের অনেক কাজ এগিয়ে গেছে, আমাদেরকে আরো এগিয়ে নিয়ে যেতে হবে।
তিনি সবাইকে একসাথে কাজ করার আহবান জানান।
Discussion about this post