হার্টবিট ডেস্ক
সোসাইটি অব সার্জন্স অব বাংলাদেশের (এসওএসবি) জাতীয় সেমিনার অনুষ্ঠিত হবে আগামী ৬-৮ মার্চ। জাতীয় এ আয়োজনের সকল প্রস্তুতি এরই মধ্যে সম্পন্ন হয়েছে। করোনাভাইরাস পরিস্থিতিতে এবারের সেমিনারে আনা হয়েছে ভিন্নতা।
সার্বিক প্রস্তুতির কথা তুলে ধরে এসওএসবির সাধারণ সম্পাদক ডা. মো. নূর হোসেন ভূঁইয়া (শাহীন) বলেন, দেশের সার্জনদের দক্ষতা বৃদ্ধি ও সার্জারিতে নতুন নতুন প্রযুক্তির সঙ্গে পরিচিতি ঘটানোর লক্ষ্যে জাতীয় বিভিন্ন ইস্যুতে নানা কর্মসূচির হাতে নেওয়ার পাশাপাশি জাতীয় ও আন্তর্জাতিক সেমিনারের আয়োজন করে সংগঠনটি। জাতীয় সেমিনারগুলোতে দেশের সকল ফ্যাকাল্টির সার্জনদের আমন্ত্রণ জানানো হয়। এরই ধারাবাহিকতায় এবারের জাতীয় আয়োজনেও সকল সার্জনদের আমন্ত্রণ জানানো হয়েছে। একই সঙ্গে সম্পন্ন করা হয়েছে সকল প্রস্তুতি।
বিগত সেমিনারগুলোর সফলতার কথা তুলে ধরে এসওএসবির সাধারণ সম্পাদক বলেন, প্রতি দুই বছরের জন্য গঠিত কমিটির উদ্যোগে একটি জাতীয় ও আরেকটি আন্তর্জাতিক সেমিনার অনুষ্ঠিত হয়। আন্তর্জাতিক সেমিনারগুলোতে ইউরোপ, আমেরিকা ও ভারতসহ বাইরের বিভিন্ন দেশের অনেক নামি-দামি সার্জন আসেন। একটি অপারেশন তারা কিভাবে করেন এবং দেশের সার্জনরা কিভাবে করেন—তার মধ্যে একটি সমন্বয় সাধিত হয়। এর মাধ্যমে সকল সার্জনরাই দারুণভাবে উপকৃত হন।
‘এরই ধারাবাহিকতায় আগামী ৬ মার্চ থেকে অনুষ্ঠিত হতে যাচ্ছে এসওএসবির ষোড়শ জাতীয় সেমিনার। গাজীপুরের সারা রিসোর্টে তিন দিনব্যাপী এ আয়োজনে স্বাস্থ্যবিধি মেনে অংশ নেবেন সারাদেশের সার্জনরা। করোনার কারণে এবারের আয়োজনে এসেছে কিছুটা ভিন্নতা’, যোগ করেন শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের সার্জারি বিভাগের এ সহযোগী অধ্যাপক।
প্রসঙ্গত, দেশের প্রতিথযশা সার্জনদের প্রচেষ্টায় ১৯৭৯ সালে যাত্রা শুরু করে সোসাইটি অব সার্জন্স অব বাংলাদেশ (এসওএসবি)। প্রায় ৮-১০ জন সার্জনের আন্তরিক ও নিরলস প্রচেষ্টায় গড়ে ওঠে সংগঠনটি। সময়ের ব্যবধানে দেশের প্রায় তিন হাজার সার্জনের এক হাজার ৩৯৮ জন এ সোসাইটিতে যুক্ত হয়েছেন।
অর্থোপেডিক সার্জারি, নিউরোসার্জারি, ইউরোলজি, পেডিয়াট্রিক সার্জারি ও বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারিসহ প্রতিটি বিষয়ের মাদার সংগঠন হিসেবে সমাদৃত সোসাইটি অব সার্জন্স।
চলমান কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) সার্জারি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. এএইচএম তৌহিদুল আলম। ট্রেজারার পদে আছেন এই বিশ্ববিদ্যালয়ের কলোরেক্টাল সার্জারি বিভাগের অধ্যাপক ডা. আবু তাহের।
সহ সভাপতি হিসেবে অধ্যাপক ডা. এ জেড এম মোস্তাক হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে অধ্যাপক ডা এস কিউ এম কামরুল আখতার সঞ্জু দায়িত্ব পালন করছেন। সাংগঠনিক সম্পাদক ডা. হাফিজ আহমেদ নাজমুল হাকিম ও বৈজ্ঞানিক সম্পাদক পদে ডা. আরিফ সালাম খান।
কার্যকরী সদস্য হিসেবে আছেন প্রফেসর ডা. এবিএম জামাল, প্রফেসর ডা. মোস্তাফিজুর রহমান, প্রফেসর ডা. সাইফ উদ্দিন আহমেদ, ডা. তৌহিদ মোহাম্মদ সাইফুল হোসাইন দীপু, ডা. নাজমুল হক মাসুম, ডা. মাহবুবুর রহমান কচি, ডা. সাইয়্যেদ মাসুদ রেজা।
Discussion about this post