বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে বান্দরবানে প্রায় ৫ শতাধিক দুস্থ ও অসহায় মানুষের কল্যাণে বিনামূল্যে চিকিৎসা সেবার আয়োজন করেছে বান্দরবান সেনা রিজিয়ন।
মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) সকালে বান্দরবান আর্দশ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বিনামূল্যে এই মেডিকেল ক্যাম্পেইনের শুরু হয়।৭ ফিল্ড অ্যাম্বুলেন্সের আয়োজনে এবং বান্দরবান সেনা রিজিয়ন ও স্বাস্থ্য বিভাগের সার্বিক তত্ত্বাবধানে এ সেবা দেওয়া হয়।
দিনব্যাপী এই মেডিক্যাল ক্যাম্পেইনে প্রাথমিক চিকিৎসা, মেডিসিন, দন্ত চিকিৎসা, সার্জারি,পরিবার পরিকল্পনাসহ বিভিন্ন ধরনের চিকিৎসা সেবা দেন সেনাবাহিনীর বিশেষজ্ঞ চিকিৎসকরা।
এ সময় গরীব ও অসহায় রোগীদের বিনামূল্যে চিকিৎসা সেবা দেওয়ার পাশাপাশি বিভিন্ন ধরনের ওষুধ বিতরণ করা হয়।
বান্দরবানের ৭ ফিল্ড অ্যাম্বুলেন্সের অধিনায়ক মেজর মো. সাইফুল ইসলাম বাংলানিউজকে বলেন, প্রতিমাসে ৭ ফিল্ড অ্যাম্বুলেন্সের আয়োজনে আমরা এই মেডিক্যাল ক্যাম্পেইনের আয়োজন করে থাকি। এবং গরীব ও অসহায়দের বিনামূল্যে চিকিৎসা ও বিভিন্ন ধরনের ওষুধ বিতরণ করি।
তিনি আরও বলেন, মেডিক্যাল ক্যাম্পেইনে এ প্রাথমিক চিকিৎসার পাশাপাশি যাদের জটিল রোগ রয়েছে, তাদের এমডিএস হাসপাতালে নিয়ে গিয়ে উন্নতমানের চিকিসা ও বিনামূল্যে ওষুধ দেওয়া হচ্ছে।
মেডিকেল ক্যাম্পেইনে এ সময় আরও উপস্থিত ছিলেন বান্দরবানের সিভিল সার্জন ডা. অংসুই প্রু মারমাসহ সেনাবাহিনীর বিশেষজ্ঞ চিকিৎসক এবং বিভিন্ন পদ মর্যাদার কর্মর্কতারা।
Discussion about this post