পশ্চিম আফ্রিকার দেশ ঘানা বুধবার কোভ্যাক্সের মাধ্যমে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার বানানো ৬ লাখ ডোজ টিকা পেয়েছে। করোনা প্রতিরোধে বৈশ্বিক উদ্যোগ কোভ্যাক্সের টিকার প্রথম চালান পেল দেশটি। খবর বিবিসির।
জানা গেছে, মধ্যম ও নিম্ন আয়ের দেশগুলোর টিকা নিশ্চিত করতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) নেতৃত্বে পরিচালিত হচ্ছে এ কর্মসূচি। কোভ্যাক্স এ বছরের শেষ পর্যন্ত দুইশ কোটি টিকার ডোজ বিশ্বব্যাপী সরবরাহ করবে বলে আশা প্রকাশ করছে। তারই অংশ হিসেবে প্রথমে এ টিকা পেল ঘানা।উল্লেখ্য, পশ্চিম আফ্রিকার এই দেশটিতে ৮০ হাজার ৭০০ জনেরও বেশি করোনা রোগী শনাক্ত হয়েছেন, এর মধ্যে মারা গেছেন ৫৮০ জন। করোনা টেস্টের ঘাটতির কারণে এ পরিসংখ্যানে বাস্তব পরিস্থিতি উঠে আসেনি বলে ধারণা করা হয়।
Discussion about this post