নিউজ ডেস্ক
সারা বিশ্বে করোনার টিকার চাহিদা বাড়ছে। তারপরও নির্ধারিত পরিমাণ টিকা পাবে বাংলাদেশ। জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ডা. আবুল বাশার মোহাম্মদ খুরশিদ আলম।
রাজধানীর বিভিন্ন হাসপাতালে টিকা নিতে এসে কোথাও কোথাও অব্যস্থাপনার অভিযোগ করেছে সাধারণ মানুষ।
জাতীয় হৃদরোগ ইন্সটিটিউট ও হাসপাতালে করোনার ভ্যাকসিন নিতে যেতে হবে পঞ্চম তলায়। লিফট সুবিধা ধারে কাছে না থাকায় ভোগান্তির অভিযোগ ভ্যাকসিন নিতে আসাদের।
তবে অধিকাংশ হাসপাতালেই স্বচ্ছন্দে টিকা নিতে পারছেন সাধারণ মানুষ। স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক বলছেন, বয়স্কদের জন্য বিশেষ ব্যবস্থার কথা।
এদিকে দ্বিতীয় চালান পরিকল্পনা এবং চাহিদা অনুযায়ী ব্যবহারের কথা জানালেন তিনি। স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ডা. আবুল বাশার মোহাম্মদ খুরশিদ আলম আরও জানান,’বয়স্কতের জন্য আমরা নীচে একতলায় টিকা দেয়ার ব্যবস্থা করবো। পরিধি অনুযায়ী আমরা হিসাব করে নেব। এখনই বলতে চাচ্ছি না।
বাংলাদেশে নির্ধারিত পরিমাণ টিকা আসবে বলেও জানান তিনি।
Discussion about this post