হার্টবিট ডেস্ক
বিসিএস স্বাস্থ্য ক্যাডারে কর্মরত বিভিন্ন প্রতিষ্ঠানের ৪০ জন কর্মকর্তার স্থগিতকৃত বুনিয়াদি প্রশিক্ষণ পুনরায় চালু করেছে স্বাস্থ্য অধিদপ্তর।
বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) অধিদপ্তরের পরিকল্পনা ও গবেষনা পরিচালক ডা. আফরিনা মাহমুদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়েছে, ‘শিশু-মাতৃ স্বাস্থ্য ইনস্টিটিউট এ বিসিএস স্বাস্থ্য ক্যাডার নিম্নলিখিত কর্মকর্তাদের স্থগিতকৃত বুনিয়াদি প্রশিক্ষণ আগামী ২২ ফেব্রুয়ারি থেকে পুনরায় চালু করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।’
এতে আরও বলা হয়েছে, ‘প্রশিক্ষণার্থী কর্মকর্তারা আগামী ২২ ফেব্রুয়ারি শিশু মাতৃ স্বাস্থ্য ইনস্টিটিউট, মাতুয়াইল, ঢাকায় যোগদান করবেন। অন্যথায় ২৪ ফেব্রুয়ারি থেকে প্রশিক্ষণের নিমিত্তে বর্তমান কর্মস্থল হতে সরাসরি অব্যাহতি পেয়েছেন বলে গণ্য হবে।’
আদেশের অনুলিপি অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক, স্বাস্থ্য সেবা বিভাগের সচিব, বিভিন্ন প্রতিষ্ঠানের অধ্যক্ষ ও সিভিল সার্জনসহ সংশ্লিষ্ট সকলের কাছে পাঠানো হয়েছে।
Discussion about this post