হার্টবিট ডেস্ক
চট্টগ্রামে করোনার টিকা গ্রহীতার সংখ্যা দেড় লাখ ছাড়াল। গতকাল বৃহস্পতিবার পর্যন্ত মহানগর ও উপজেলা মিলিয়ে চট্টগ্রাম জেলায় মোট ১ লাখ ৫১ হাজার ৬৪২ জন মানুষ করোনার টিকা নিয়েছেন। যা টিকা গ্রহণে আগ্রহী মোট নিবন্ধনকারীর ৬৩ ভাগ। এদের মধ্যে ৯৮ হাজার ৯২১ জন পুরুষ ও ৫২ হাজার ৭২১ জন নারী। এছাড়া গতকাল দুপুর পর্যন্ত চট্টগ্রামের মোট ২ লাখ ৪০ হাজার ৬৫১ জন অনলাইনে টিকার নিবন্ধন সম্পন্ন করেছেন। চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি ও চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক) করোনা ভ্যাকসিন প্রদান কমিটির সদস্য সচিব ডা. সেলিম আকতার চৌধুরী আজাদীকে এসব তথ্য নিশ্চিত করেছেন।
চসিকের স্বাস্থ্য বিভাগ ও সিভিল সার্জন কার্যালয়ের তথ্য অনুযায়ী, মহানগরসহ চট্টগ্রাম জেলায় গতকাল একদিনে মোট ২১ হাজার ৫২৮ জন টিকা গ্রহণ করেছেন। এর মধ্যে মহানগরের ১১টি কেন্দ্রে মোট ১০ হাজার ৯৬২ জন টিকা নিয়েছেন বলে জানান চসিক করোনা ভ্যাকসিন প্রদান কমিটির সদস্য সচিব ডা. সেলিম আকতার চৌধুরী। আর ১৪ উপজেলায় ১০ হাজার ৫৬৬ জন টিকা নিয়েছেন বলে জানান সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি। জানা যায়, মোট টিকাগ্রহীতার মধ্যে মহানগরে নিয়েছেন ৭৬ হাজার ৫০৭ জন এবং উপজেলা পর্যায়ে নিয়েছেন ৭৫ হাজার ১৩৫ জন। টিকাদানের ক্ষেত্রে অন্যান্য অঞ্চলের তুলনায় চট্টগ্রাম অনেক এগিয়ে রয়েছে বলে জানান সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি ও চসিকের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. সেলিম আকতার চৌধুরী।
প্রায় ৪২ হাজারের নিবন্ধন শেষ ২৪ ঘণ্টায় : জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্রে পাওয়া তথ্য অনুযায়ী, টিকা গ্রহণে আগ্রহীর সংখ্যা এরইমধ্যে আড়াই লাখ ছুঁইছুঁই চট্টগ্রামে। গতকাল দুপুর পর্যন্ত মহানগরসহ চট্টগ্রাম জেলায় মোট ২ লাখ ৪০ হাজার ৬৫১ জন অনলাইনে টিকার নিবন্ধন সম্পন্ন করেছেন। এর মধ্যে শেষ ২৪ ঘণ্টায় নিবন্ধন করেছেন ৪১ হাজার ৯৩৫ জন (প্রায় ৪২ হাজার)। মহানগরসহ চট্টগ্রাম জেলার কেন্দ্রগুলোতে অনলাইন রেজিস্ট্রেশন পুনরায় চালুর পর চট্টগ্রামে এটিই একদিনে সর্বোচ্চ রেজিস্ট্রেশন। শেষ ২৪ ঘণ্টায় নিবন্ধনকারীদের মধ্যে ২৪ হাজার ৭৪২ জন মহানগরের এবং ১৭ হাজার ১৯৩ জন উপজেলা পর্যায়ের বাসিন্দা।
এদিকে নিবন্ধকৃত ২ লাখ ৪০ হাজার ৬৫১ জনের মধ্যে গতকাল পর্যন্ত টিকা গ্রহণ করেছেন ১ লাখ ৫১ হাজার ৬৪২ জন। হিসেবে চট্টগ্রামে মোট নিবন্ধনধারীর ৬৩ ভাগ এরইমধ্যে টিকা নিয়েছেন। এ তথ্য নিশ্চিত করে চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি আজাদীকে বলেন, চট্টগ্রামে মোট নিবন্ধনধারীদের মধ্যে মহানগরে টিকা নিতে নিবন্ধন করেছেন ১ লাখ ২৯ হাজার ৬৬১ জন। আর উপজেলা পর্যায়ে নিবন্ধন করেছেন ১ লাখ ১০ হাজার ৯৯০ জন।
উল্লেখ্য, সারাদেশের ন্যায় ৭ ফেব্রুয়ারি থেকে আনুষ্ঠানিকভাবে করোনার টিকাদান শুরু হয়েছে চট্টগ্রামে। প্রথম দিন মহানগর ও উপজেলা মিলিয়ে মোট ১ হাজার ৯০ জনকে টিকা দেয়া হয়েছিল। ২য় দিন দেয়া হয়েছিল ২ হাজার ৬৭৮ জনকে। ৩য় দিন একদিনে টিকাগ্রহীতার সংখ্যা ৬ হাজার ছাড়িয়ে যায়। হিসেবে প্রথম ৩ দিনে চট্টগ্রামের প্রায় ১০ হাজার (৯ হাজার ৮২৭ জন) মানুষ করোনার টিকা নেন। ৪র্থ দিন একদিনেই নেন ১০ হাজার। এরপর থেকে গড়ে দৈনিক প্রায় ২০ হাজার মানুষ করোনার টিকা নিয়েছেন চট্টগ্রামে।
Discussion about this post