হার্টবিট ডেস্ক
করোনাভাইরাস শনাক্তে রাজধানীসহ সারাদেশে ল্যাবরেটরির সংখ্যা আরও দুটি বেড়েছে। এ নিয়ে করোনা পরীক্ষায় মোট ল্যাবের সংখ্যা দাঁড়াল ২১৪টিতে। এর মধ্যে ১১৭টি আরটি পিসিআর, জিন এক্সপার্ট ২৯টি এবং রেপিড অ্যান্টিজেন ৬৮টি।
বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত করোনাবিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, সরকারি পর্যায়ে চলমান পরীক্ষাগার ১৪৬টি (৫১টি আরটি পিসিআর, ২৭টি জিন এক্সপার্ট এবং রেপিড অ্যান্টিজেন ৬৮টি) এবং বেসরকারি ৬৮ (৬৬টি আরটি পিসিআর ও জিন এক্সপার্ট ২টি) রয়েছে।
দেশে করোনা রোগী শনাক্তে নমুনা পরীক্ষার সংখ্যা ৩৯ লাখ ছাড়িয়েছে। গত ২৪ ঘণ্টায় ২১৪টি ল্যাবরেটরিতে ১৪ হাজার ৪৭২টি নমুনা সংগ্রহ ও ১৪ হাজার ৬০৩টি পরীক্ষা করা হয়। এ নিয়ে মোট নমুনা পরীক্ষার সংখ্যা দাঁড়াল ৩৯ লাখ ৮ হাজার ২৫৭টি।
মোট ৩৯ লাখ ৮ হাজার ২৫৭টি নমুনা পরীক্ষার মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৩০ লাখ ২৬ হাজার ২৩২টি ও বেসরকারি ব্যবস্থাপনায় ৮ লাখ ৮১ হাজার ৯২৫টি পরীক্ষা করা হয়।
Discussion about this post