হার্টবিট ডেস্ক
গত পাঁচ দিনে করোনার টিকা নিয়েছেন প্রায় সাড়ে পাঁচ লাখ মানুষ। জাতীয়ভাবে করোনাভাইরাসের টিকা দেওয়া শুরু হয় গত রবিবার (৭ ফেব্রুয়ারি)। বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি) স্বাস্থ্য অধিদফতর সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, গত পাঁচ দিনে দেশে করোনার টিকা নিয়েছেন পাঁচ লাখ ৪২ হাজার ৩০৯ জন। এরমধ্যে তিন লাখ ৮৬ হাজার ৫৭৮ জন পুরুষ এবং এক লাখ ৫৫ হাজার ৭৩১ জন নারী টিকা নিয়েছেন।
স্বাস্থ্য অধিদফতর আরও জানায়, বৃহস্পতিবার পর্যন্ত টিকা নেওয়া মোট ৫ লাখ ৪২ হাজার ৩০৯ জনের মধ্যে ঢাকা বিভাগের এক লাখ ৩৯ হাজার ৯৮৯ জন, ময়মনসিংহ বিভাগে ২৫ হাজার ৮২৮ জন, চট্টগ্রাম বিভাগে এক লাখ ৩০ হাজার ৭৯৪ জন, রাজশাহী বিভাগে ৬৩ হাজার ৬৬৪ জন, রংপুর বিভাগে ৫২ হাজার ২৫৬ জন, খুলনা বিভাগে ৫৯ হাজার ৩৬৯ জন, বরিশাল বিভাগে ২২ হাজার ৬৮১ জন ও সিলেট বিভাগে ৪৭ হাজার ৭২৮ জন টিকা নেন।
এদের মধ্যে টিকা গ্রহণের পর ৩৬৩ জনের সামান্য পার্শ্বপ্রতিক্রিয়া দেখা গেছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় দেশে টিকা নিয়েছেন দুই লাখ চার হাজার ৫৪০ জন। তাদের মধ্যে পুরুষ এক লাখ ৪০ হাজার ১৫২ জন আর নারী ৬৪ হাজার ৩৮৮ জন।
গত ২৪ ঘণ্টায় ঢাকা মহানগরীর ৪৬টি হাসপাতালে টিকা নিয়েছেন ২৪ হাজার ৪৫৩ জন। তাদের মধ্যে পুরুষ ১৬ হাজার ৪২৪ জন, নারী ৮ হাজার ২৯ জন। এরমধ্যে ৮৬ জনের সামান্য পার্শ্বপ্রতিক্রিয়া দেখা গেছে।
Discussion about this post