হার্টবিট ডেস্ক
শারীরিক প্রতিবন্ধী এক ব্যক্তি সরকারি নির্দেশনা অনযায়ী অনস্পট নিবন্ধন করে টিকা পেলেন । হাসপাতাল কর্তৃপক্ষ নিজেরা নিবন্ধন করে তাকে টিকা দেন।এদিন সকাল থেকে দুপুর আড়াইটা পর্যন্ত ২৭০ জন টিকা নিয়েছেন।
রোববার (৭ ফেব্রুয়ারি) বিকেলে ঢামেকের প্রশাসনিক ব্লকের উপ-পরিচালক আলাউদ্দিন আল আজাদ জানান, সকাল থেকে দুপুর পর্যন্ত ২৭০ জনকে করোনা টিকা দেওয়া হয়। এদের মধ্যে পুরুষ ১৬৮ জন ও নারী ১০২ জন।
তিনি বলেন, নির্দেশ আছে যদি কোনো মুক্তিযোদ্ধা অথবা কোনো প্রতিবন্ধী ব্যক্তি যদি টিকা নিতে আসেন তাহলে টিকার স্থল থেকে নিবন্ধন করেই তাদের টিকা দেওয়া হবে। যেমন আজ একজন শারীরিক প্রতিবন্ধী নিবন্ধন ছাড়া টিকা নিতে আসেন। পরে আমরা অনস্পট নিবন্ধন করে তাকে টিকা দিয়েছি।
তিনি আরো জানান, গত ২৮ জানুয়ারি ঢামেকে প্রথম ১২০ জনকে টিকা দেওয়া হয়। দ্বিতীয় দফায় আরো ২৭০ জনকে দেওয়া হলো। সবাই ভালো আছেন। কারো কোনো পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দেয়নি।
Discussion about this post