হার্টবিট ডেস্ক
মস্তিষ্কের টিউমারের সফল চিকিৎসা ন্যানো পার্টিকেল থেরাপি বাংলাদেশের রোগীদের জন্য সাফল্যজনক ও সহজলভ্য হতে পারে। নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ফার্মাসিউটিক্যালস বিভাগের শিক্ষক জোনায়েত হোসেন খান আন্তর্জাতিক সেমিনারে এ তথ্য জানান।
শনিবার (১২ ডিসেম্বর) রাতে বাংলাদেশ সোসাইটি ফর ন্যানো অ্যান্ড অ্যাডভান্সড ড্রাগ ডেলিভারি সিস্টেম (বিএসএনএএডিএস)-এর সহযোগিতায় তৃতীয় আন্তর্জাতিক ওয়েবিনার অনুষ্ঠিত হয় ।
‘ব্লাড-ব্রেন-ব্যারিয়ার (বিবিবি) মস্তিষ্কের টিউমারের চিকিৎসার জন্য পলিমার-লিপিড-ইাইব্রিড ন্যানো পার্টিকেলস এবং আলঝেইমার রোগের প্রাথমিক শনাক্তকরণ’ শীর্ষক সেমিনারে সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা অংশ নেন।
তিন মহাদেশজুড়ে ন্যানো টেকনোলজির বিশেষজ্ঞরা মস্তিষ্কের টিউমার এবং আলঝেইমারজনিত সমস্যা সম্পর্কিত সমস্যাগুলোর বর্তমান প্রবণতা, চ্যালেঞ্জ এবং সমস্যা সমাধানের উপায় নিয়ে আলোচনায় যোগ দেন শিল্প উদ্যোক্তারাও।
ভার্চুয়াল সেমিনারে ন্যানো পার্টিকেলভিত্তিক থেরাপি কি ভবিষ্যতের জন্য মস্তিষ্কের টিউমার এবং আলঝেইমার উভয় রোগের চিকিৎসা হতে পারে—এ বিষয়টি নিয়ে আলোচনা করা হয়। আলোচনায় ক্যানসার ও আলঝেইমার রোগের ক্ষেত্রে ন্যানো প্রযুক্তি ও ড্রাগ বিতরণ ব্যবস্থা নিয়ে বাংলাদেশি বংশোদ্ভূত তিন মহাদেশের ন্যানো বিজ্ঞানী ফোরাম এই ভার্চুয়াল সেমিনারে অংশ নেন।
সেমিনারে বলা হয়, মস্তিষ্কের টিউমারগুলোর মধ্যে অন্যতম চিকিৎসা চ্যালেঞ্জ হলো—মস্তিষ্কে রক্ত পরিসঞ্চালনে বাধা বা অন্যান্য বাধা সফলভাবে অতিক্রম করার পর মস্তিষ্কে অ্যান্টি-ড্রাগ ট্রান্সপোর্ট করা। মস্তিষ্কে রক্তের বাধা অতিক্রম করার সময় সব ওষুধের ৯৮ শতাংশের বেশি ব্লক হয়ে যাবে। তারপরও আলঝেইমারের মতো রোগের জন্য কোনও নিরাময়ের চিকিৎসা নেই। কানাডায় প্রতিবছর প্রায় ১২ বিলিয়ন ডলার খরচ হয় এর পেছনে।
কানাডার টরেন্টো বিশ্ববিদ্যালয়ের অ্যাডভান্স ফার্মাসিউটিক্যালস ও ড্রাগ ডেলিভারি ল্যাবরেটরি গবেষক তাকসিম আহমেদ বলেন ‘এই বিবেচনায় ন্যানো-ড্রাগ বিতরণ ব্যবস্থার ব্যবহার বাংলাদেশের জন্য হতে পারে সফল ও সহজলভ্য। ’
ওয়েবিনারে বলা হয়, গবেষণার সময় তাকসিম আহমেদ ন্যানো পার্টিকেলভিত্তিক ডেলিভারি সিস্টেমটি ব্যবহার করে মস্তিষ্কে অ্যান্টি-ক্যানসার ওষুধ পরিবহনে দুর্দান্ত সাফল্য দেখিয়েছিলেন। এমনকি ন্যানো প্রযুক্তি ব্যবহার করে তিনি লক্ষণগুলো উপস্থাপিত হওয়ার ১৫ থেকে ২০ বছর আগে আলঝেইমার রোগগুলোর প্রাথমিক শনাক্তকরণে সফল হয়েছেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ফার্মাসিউটিক্যালস সায়েন্সেস বিভাগের সহযোগী অধ্যাপক ডা. মো. হোসেন শাহরিয়ার।
বিশেষজ্ঞ হিসেবে প্যানেল আলোচনায় অংশ নেন, কলেজ অব ক্যালিফোর্নিয়া স্বাস্থ্য বিজ্ঞান বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. এম দেলোয়ার হোসেন, কিংস সাউথ বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ড. মহসীন কাজী এবং স্কয়ার ফার্মাসিউটিক্যালসের পরিচালক (টেকনিক্যাল অপারেশনস) মো. নায়াবুর রহমান।
বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ডিন, শিল্প উদ্যোক্তা, গবেষক, বিজ্ঞানী এবং ন্যানো প্রযুক্তির শিক্ষার্থীরা এই আন্তর্জাতিক ওয়েবিনারে অংশ নেন।
Discussion about this post