হার্টবিট ডেস্ক
মুজিববর্ষ উপলক্ষে ও করোনার দ্বিতীয় টেউ প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে পটুয়াখালীতে বিনামূল্যে মাস্ক বিতরণ করেছে বাংলাদেশ মেডিক্যাল অ্যাসোসিয়েশন (বিএমএ) পটুয়াখালী শাখা।
রোববার (০৩ জানুয়ারি) বিকেলে জেলা শহরের সিভিল সার্জন কার্যালয়ের সামনেসহ প্রায় দশটি স্থানে জন প্রতি ৫টি করে মোট ১০ হাজার মাস্ক বিতরণ করা হয়েছে।
পটুয়াখালী সিভিল সার্জন ও বিএমএ পটুয়াখালীর সমন্বয়কারী ডা. মোহাম্মদ জাহাঙ্গীর আলম শিপনের নেতৃত্বে উপস্থিত ছিলেন- পটুয়াখালী মেডিক্যাল কলেজের সহকারী অধ্যাপক ও বিএমএ নেতা ডা. ওয়াহিদ শামিম, পটুয়াখালী মেডিক্যাল কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক মেহেদী হাসান প্রমুখ।
এসময় বিএমএ নেতৃত্ব বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় করোনা ভাইরাসের দ্বিতীয় টেউ প্রতিরোধে বাংলাদেশ মেডিক্যাল এসোসিয়েশন (বিএমএ) কর্মসূচি ঘোষণা করেছে। এই কর্মসূচি অব্যহত থাকবে। প্রান্তিক জনগোষ্ঠীর মধ্যে করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধ মাস্ক ব্যবহারে উদ্ভুদ্ধ করার জন্য জন প্রতি পাঁচটি বা এর অধিক মাস্ক প্রদান করা হয়েছে।
Discussion about this post