শিশুদের ত্বক খুবই নাজুক। আর পরিবেশের তাপমাত্রার বদল, শুষ্কতা বা আর্দ্রতা ইত্যাদির প্রভাব তাদের ত্বকে খুব দ্রুতই পড়ে। তাই শীতে চাই শিশুর ত্বকের বিশেষ যত্ন।
শীত পড়েছে বলে বাইরে যাওয়ার সময় শিশুকে একগাদা ভারী জামাকাপড় পরিয়ে জবুথবু করে রাখার দরকার নেই। হালকা কয়েক স্তরে কয়েকটি কাপড় পরাতে পারেন। যদি দেখেন গরম লাগছে বা ঘেমে যাচ্ছে, তবে ওপর থেকে একটা স্তর খুলে নিলেই হলো। তবে ঠান্ডায় বাইরে যেতে পায়ে সুতির হালকা মোজা আর মাথায় একটা টুপি পরানোই উচিত। শীতে গোসল করাবেন না, তা নয়। হালকা কুসুম গরম পানি দিয়ে রোজ বা এক দিন পর পর গোসল করানোই যায়।
আর গোসলের পরপরই ভারী তোয়ালে দিয়ে জড়িয়ে নিন, দ্রুত জামা পরান। সারা গায়ে অলিভ ওয়েল বা বেবি ওয়েল কিংবা ভালো কোনো লোশন লাগিয়ে দিন। দিনে অন্তত দুবার শরীরে এ ধরনের আর্দ্রতারক্ষক তেল বা লোশন লাগানো ভালো। তবে বিশেষজ্ঞদের মতে, এ সময় লোশনের চেয়ে ক্রিম বা অয়েন্টমেন্টই ভালো। কেননা, এগুলো আর্দ্র বেশি।
সূত্র: ওয়েবমেড|
Discussion about this post