হার্টবিট ডেস্ক
সাবেক অ্যাটর্নি জেনারেল ও আদ্-দ্বীন ফাউন্ডেশনের সাবেক চেয়ারম্যান প্রয়াত ব্যারিস্টার রফিক-উল হক স্মরণে রাজধানীর জুরাইন (বালুরমাঠ) পোস্তগোলায় অবস্থিত আদ্-দ্বীন ব্যারিস্টার রফিক-উল হক হাসপাতালে শুরু হয়েছে মাসব্যাপী বিনা মূল্যে চোখের ছানি অপারেশনসেবা ।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) আনুষ্ঠানিকভাবে এ সেবার উদ্বোধন করা হয়। আগামী ৩০ নভেম্বর পর্যন্ত এ সেবা কার্যক্রম চলবে। প্রথম দিনেই শতাধিক রোগী চক্ষুসেবা গ্রহণ করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আদ্-দ্বীন হাসপাতালগুলোর মহাপরিচালক প্রফেসর ডা. নাহিদ ইয়াসমিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আদ্-দ্বীন ফাউন্ডেশনের ডিজিএম (এইচ আর অ্যান্ড অ্যাডমিন) তারিকুল ইসলাম মুকুল। অনুষ্ঠান সঞ্চালনা করেন আদ্-দ্বীন ব্যারিস্টার রফিক-উল হক হাসপাতালের পরিচালক ডা. মুহাম্মদ জাহাঙ্গীর।
শুক্রবার ছাড়া প্রতিদিন হাসপাতালের বহির্বিভাগে সকাল ৮টা থেকে ১১টা পর্যন্ত বিশেষজ্ঞ চিকিৎসক দ্বারা চোখ পরীক্ষা ও অপারেশনের জন্য রোগী বাছাই করা হবে। বাছাইকৃত রোগীদের ভর্তি, পরীক্ষা-নিরীক্ষা, অপারেশন সংক্রান্ত ওষুধপত্র ও থাকা-খাওয়ার খরচ হাসপাতাল কর্তৃপক্ষ বহন করবে।
আদ্-দ্বীন হাসপাতালের মহাপরিচালক প্রফেসর ডা. নাহিদ ইয়াসমিন বলেন, ব্যারিস্টার রফিক-উল হক আইন পেশার পাশাপাশি স্বাস্থসেবায় উল্লেখযোগ্য অবদান রেখেছেন। তিনি আমাদের আদ্-দ্বীন ফাউন্ডেশনের চেয়ারম্যান হিসেবে সব সময় পাশে থেকে পরামর্শ দিতেন। আমাদের যেকোনো অনুষ্ঠানে তিনি আসতেন। তাঁর মৃত্যুতে আমরা বড় অভিভাবক হারিয়েছি। আমরা বিভিন্ন সময় আমাদের হাসপাতালগুলো থেকে বিনা মূল্যে সেবা দিয়ে থাকি। এবার তারই নামে বিনা মূল্যে চক্ষুসেবা প্রদান করছি। আমরা মরহুম ব্যারিস্টার রফিক-উল হকের আত্মার মাগফিরাত কামনা করছি। আল্লাহ যেন তাঁকে পরকালে উত্তম পুরস্কারে ভূষিত করেন।
তিনি আরো বলেন, আদ্-দ্বীন সব সময় সুবিধাবঞ্চিত মানুষের পাশে থেকে সেবা দিয়ে আসছে। স্বল্পমূল্যে মানসম্মত সেবাদানে আমরা বদ্ধপরিকর। মাসব্যাপী বিনা মূল্যে চোখের ছানি অপারেশনসেবা নেওয়ার জন্য গরিব-দুস্থদের প্রতি তিনি আহ্বান জানান।
আদ্-দ্বীন চক্ষু প্রকল্পের মাধ্যমে ২০০৩ সাল থেকে সারা দেশে এ পর্যন্ত প্রায় এক লাখ দুস্থ রোগীর ছানি অপারেশন ও চার লাক্ষাধিক রোগী সেবা গ্রহণ করেছে। এ ছাড়া আদ্-দ্বীন ব্যারিস্টার রফিক-উল হক হাসপাতাল থেকে ফ্রি চক্ষু ক্যাম্পের আওতায় ছয় শতাধিক রোগী ছানি অপারেশন করা হয়েছে।
ব্যারিস্টার রফিক-উল হক আদ্-দ্বীন ফাউন্ডেশনের চেয়ারম্যান হিসেবে ২০০৭ সাল থেকে দায়িত্ব পালন করেছেন। গত ২৪ অক্টোবর রাজধানী মগবাজারে অবস্থিত আদ্-দ্বীন মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন।
Discussion about this post